Our Mission (আমাদের লক্ষ্য) :
জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া এর মূল লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে শুধু একজন ভালো আলেম নয়, বরং সমাজের এক একজন আদর্শ মানুষ ও নেতা হয়ে উঠবে। আমরা বিশ্বাস করি, শিক্ষা হলো আত্মার পরিশুদ্ধি ও মানবিক উৎকর্ষের প্রধান হাতিয়ার।
এই লক্ষ্যে আমাদের মাদ্রাসায় নূরানী বিভাগে শিশুদের প্রাথমিক দীনি শিক্ষা, হিফজ বিভাগে কুরআন হিফজ ও তার আদব, এবং কওমি বিভাগে দীনী জ্ঞানের গভীর স্তরসমূহে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের মধ্যে ইসলামি আদর্শ, চিন্তাশক্তি, চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি ও বাস্তব জীবনের দক্ষতা গড়ে তোলার উপর গুরুত্ব দিই।
আমাদের লক্ষ্য শুধু একটি সাধারণ মাদ্রাসা পরিচালনা করা নয়—বরং ভবিষ্যতে এটিকে এমন একটি বিশুদ্ধ ইসলামি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক গবেষণা, প্রশিক্ষণ, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা থাকবে।