আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সঠিক আকিদা, বিশুদ্ধ আমল এবং আদর্শ নৈতিকতার আলোকে ইসলামী শিক্ষার খেদমতে নিবেদিত। বর্তমানে মাদ্রাসায় নূরানি শিক্ষা, হিফজুল কুরআন, ও কওমি বিভাগ সফলভাবে পরিচালিত হচ্ছে।
আমাদের উদ্দেশ্য— এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালিত করবে এবং সমাজে ইসলামের সঠিক মর্মবাণী পৌঁছে দেবে। আমরা বিশ্বাস করি, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়— একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা হলো তার চরিত্র, জ্ঞান ও তাকওয়ার উন্নয়নে। এজন্য আমাদের অভিজ্ঞ ও দ্বীনদার শিক্ষকবৃন্দ যথাযথভাবে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন।
এই মহান খেদমত অব্যাহত রাখতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের দ্বীনি খেদমতে উত্তমভাবে সফলতা দান করুন— আমিন।
মাওলানা আবু জার গিফারী
সভাপতি
জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া।